তুহিন ফয়েজ:
মতলব উত্তরে ৪০ পিচ ইয়াবাসহ মোঃ মিজানুর রহমান (২৫) নামে ১ জনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের জনতা বাজার বেড়িবাঁধ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আসামী ওই এলাকার বিল্লাল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, মতলব উত্তর থানায় কর্মরত এসআই মোঃ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের জনতা বাজার বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মোঃ মিজানুর রহমানকে ৪০ পিচ ইয়াবাসহ হাতে নাতে আটক করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে একটি নিয়মিত মাদক মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।