তুহিন ফয়েজ
মতলব উত্তর উপজেলার মোহনপুরে ৫৭নং মোহাম্মদপুর সরকারি প্রথমিক বিদ্যালয় ও ফতুয়াকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১টায় ফতুয়াকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিকেলে ৫৭ নং মোহাম্মদপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ের শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। প্রধান অতিথি হিসেবে এসব ভিত্তি প্রস্থর স্থাপন করেন কেন্দ্রীয় আ.লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য এবং দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার সম্পাদক মন্ডলী সভাপতি, মোহনপুর পর্যটন লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক কাজী মিজানুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কাজী মিজানুর রহমান বলেন, শহীদ মিনার ভাষা শহীদদের উদ্দেশে নির্মিত স্মৃতিস্তম্ভ। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারীর ভাষা আন্দোলনে নিহত শহীদদের স্মৃতিকে অমর করে রাখার উদ্দেশ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি বিদ্যালয় প্রাঙ্গণে শহীদ মিনার নির্মাণ করছেন।
এসময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা যুবলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ৫৭নং মোহাম্মদপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ের দাতা সদস্য শাহজাহান সিরাজ হাওলাদার, মতলব দক্ষিণ উপজেলা আ.লীগের সভাপতি লেয়াকত আলী, ৫৭নং মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও বাংলাদেশ আ.লীগের কেন্দ্রীয় উপ-কমিটি সদস্য আহসান উল্লাহ হাসান, সংবাদ সারাবেলা পত্রিকার নির্বাহী সম্পাদক, মোহনপুর পর্যটন লিঃ এর পরিচালক ও মতলব উত্তর উপজেলা যুবলীগের সদস্য কাজী হাবিবুর রহমান, মোহনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি বিল্লাল হোসেন তপাদার, ৫৭নং মোহাম্মদপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামছুন্নাহার ও ফতুয়াকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক সফিকুল ইসলামসহ উপজেলা ও স্থানীয় আ.লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
১৯৫৪ সালের ৩ এপ্রিল যুক্তফ্রন্ট সরকার ক্ষমতায় এসে ৯ মে-র অধিবেশনে একুশ দফার প্রতিশ্রুতি অনুযায়ী শহীদ মিনার তৈরি, একুশে ফেব্রুয়ারিকে শহীদ দিবস ও সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করে।
১৯৫৭ সালে আ.লীগ মন্ত্রী সভার আমলে শিল্পী হামিদুর রহমানের পরিকল্পনা ও নকশা অনুযায়ী মেডিকেল হোস্টেল প্রাঙ্গণের একাংশে শহীদ মিনার তৈরির কাজ শুরু হয়।
স্বাধীনতার পর থেকেই প্রবাসীদের উদ্যোগে বিদেশের মাটিতেও শহীদ মিনার নির্মাণ শুরু হয়। ১৯৯৯ সালে ইউনেস্কো কর্তৃক একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পেলে শহীদ মিনার আন্তর্জাতিক মাতৃভাষার প্রতীকস্বরূপ হয়ে ওঠে। বহির্বিশ্বে ১৯৯৭ সালে প্রথম যুক্তরাজ্যের এডিনবার্গের ওল্ডহ্যামে এবং ১৯৯৯ সালে লন্ডনের টাওয়ার হ্যামলেটে শহীদ মিনার নির্মিত হয়। তাছাড়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ২০০৫ সালে জাপানের টোকিওতে শহীদ মিনার নির্মিত হয়।