তুহিন ফয়েজ:
শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই ¯স্লোগানে সারাদেশের ন্যায় মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরের চাল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে মোহনপুরে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ও ট্যাগ অফিসার মোহাম্মদ মাহফুজ মিয়া।
ডিলার বোরহান সরকারের মাধ্যমে ৫১৩ জন হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরের চাল বিতরণ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রæতি অনুযায়ী খাদ্য অধিদফতর কর্তৃক পরিচালিত ইউনিয়ন পর্যায়ে খাদ্যবান্ধব কর্মসূচির অংশ হিসেবে এই চাল বিতরণ করা হয়।