মতলব উত্তর সংবাদদাতা:
চাঁদপুরের মতলব উত্তরে নিখোঁজের ২৬ দিন পর নবম শ্রেণীর এক স্কুলছাত্রীর মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার সুজাতপুর বাজার সংলগ্ন অক্সফোর্ড কিন্ডার গার্টেনের একটি কক্ষ থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করে পোস্টমর্টেমে পাঠানো হয়েছে।
সিনিয়র সহকারি পুলিশ সুপার (মতলব সার্কেল) আহসান হাবিব বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছি। পোস্টমর্টেম রিপোর্ট আসলে সত্যতা পাওয়া যাবে। তিনি আরও জানান, এটা অনেক আগের হত্যাকান্ড হতে পারে বলে ধারনা করা হচ্ছে। তবে হত্যাকান্ডের কোন সূত্র এখনো পাওয়া যায়নি। হত্যা মামলা দায়ের করা হবে এবং আসামী দ্রুত গ্রেফতার করা চেষ্টা করছি।
ওসি মো. নাছির উদ্দিন মৃধা জানান, গত ২৮ মার্চ শারমিন আক্তার কাকুলী নামের মেয়েটি উত্তর ইসলামাবাদ নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে তার মা ২৯ মার্চ নিঁেখাজ ডায়েরী করেন। আজ বেলা ১১ টার সময় পাশের মাঠে ছেলেরা ক্রিকেট খেলার সময় ওই কক্ষের পাশে বল চলে যায়। তারা ওখানে গন্ধ পেয়ে ভিতরে গিয়ে লাশ দেখতে পায়। পরে ওই মেয়েটির মা রোকেয়া বেগম লাশ দেখে সনাক্ত করেন।