মতলব উত্তরে সাপের কামড়ে জহিরুল ইসলাম (জরু) মাঝি (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার (২ জুলাই) সকালে উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ডের মজলিশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, জহিরুল ইসলাম শুক্রবার সকালে পার্শ্ববর্তী ইসলামাবাদ ইউনিয়নের তার নিজ জমিতে ঘাস কাটতে যায়। ঘাস নিয়ে আসার সময় একটি বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। কামড় দেওয়ার পরে দাদন নামের এক লোক জরু মাঝির পায়ে শক্ত করে বেঁধে দেয়। পরে জহিরুল সাপের কামড় খেয়ে ঘাস মাথায় নিয়েই বাড়িতে চলে আসেন।
বাড়িতে আসার কিছুক্ষণ পরে জ্বালা যন্ত্রনা ও ব্যথা শুরু হলে দুপুরে তাকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় তার স্বজনরা। পরে কর্তব্যরত ডাক্তার তাকে চাঁদপুর সদর হাসপাতালে রেফার করেন। ওইদিন বিকেলে তাকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
এদিকে জহিরুলের আত্মীয় স্বজনরা মৃত্যুটি মেনে নিতে না পেরে পরদিন শনিবার সকালে বাড়িতে ওঝা দিয়ে পুণরায় তাকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু তারাও জহিরুল ইসলাম মারা গেছেন বলে দাবি করেন।
পরে মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয়ে মরদেহ শনিবার (৩ জুলাই) সকাল সাড়ে ৮টায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করে তার স্বজনরা। মৃত্যুকালে তিনি ৩ মেয়ে, ১ ছেলে এবং অসংখ্য গুনীগ্রাহী রেখে গেছেন।
মো. তুহিন ফয়েজ