মতলব উত্তর প্রতিনিধি:
মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের জনপ্রতিনিধিদের সাথে চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী সরকার মোঃ আলাউদ্দিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের হলরুমে ওই সভার আয়োজন করা হয়।
উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মিরাজ খালিদের সঞ্চালনায় মতবিনিময় বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের সহ-সভাপতি ও গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদ উল্লাহ প্রধান, ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ফাতেমা বেগম, নাজমা বেগম, পারভিন বেগম, ইউপি সদস্য মোঃ শিবলী, মোঃ জসিম উদ্দিন, মোঃ জসিম উদ্দিন, মোঃ ওহিদুল আলম, মোঃ মাসুদ, মোঃ হাবিবুল্লাহ, মোঃ আলী রাজা, মোঃ জহির, মোঃ মনসুর মোল্লা।
সভায় আরো বক্তব্য রাখেন, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আ.লীগের সভাপতি দেলোয়ার হোসেন সরকার, আ.লীগ নেতা মোঃ দুলাল, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আল- মাহমুদ, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সভাপতি স্বপন, যুবলীগ নেতা আনোয়ার হোসেন আকাশসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মতবিনিময়ে জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী ও মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং ফতেপুর পশ্চিম ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সরকার মোঃ আলাউদ্দিন বলেন, আমি গত ৩০ বছর ধরে আপনাদের পাশে থেকে আমার সাধ্যমত কৃষকদের সেবা দেওয়ার চেষ্টা করেছি। এমনকি ভবিষ্যতেও আপনাদের পাশে থেকে সেবা করে যাব ইনশাল্লাহ।
তিনি আরো বলেন, গত উপজেলা পরিষদ নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী ছিলাম। কিন্ত দলীয় সিনিয়র নেতৃবৃন্দের অনুরোধে আমি নির্বাচন করিনি। এবার আমি জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী হয়েছি। আমি আশাবাদী আপনারা আমার পাশে থাকলে আল্লাহর রহমতে আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমে আমি জয়ী হবো ইনশাল্লাহ। তাই আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। ওই সময় জনপ্রতিনিধি ছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।