সুমন আহমেদ:
মতলব উত্তরে এক শিশুকে ধর্ষণের চেষ্টায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার শিশুটির মা বাদী হয়ে মামলাটি করেছেন বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১লা আগস্ট ভোর ৬টায় মসজিদে পড়তে যাওয়ার পথে একই গ্রামের আবুল হোসেন সরকারের ছেলে অটো চালক খোরশেদ (৩৫) জোর করে একই গ্রামের ১১ বছরের একটি মেয়েকে টেনে রাঢ়ীকান্দি গ্রামের টেক্সার সংলগ্ন মেজবা ডাক্তারের বাগানে নিয়ে যায়। একপর্যায়ে মেয়েটিকে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা চালায়। ওইসময় শিশুটির চিৎকারে কয়েকজন মহিলা এগিয়ে আসে। তাদের দেখে খোরশেদ পালিয়ে যায়। পরে তারা তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। পরে স্থানীয় শালিশগন ঘটনাটির মিমাংসা করতে চাইলে ভুক্তভোগীর পরিবার মতলব উত্তর থানায় খোরশেদকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
ভুক্তভোগীর জেঠাতো ভাই নাজমুল হোসেন বলেন, নরপিচাশ খোরশেদ যে ঘটনা ঘটিয়েছে তা অমানুষের কাজ করছে। আমরা আইণের প্রতি শ্রদ্ধা ও আস্থাশীল। আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার হবে।
এ বিষয়ে মতলব উত্তর থানায় এসআই মোবারক হোসেন বলেন, অভিযোগের পর ঘটনাস্থলে যাই। আসামি খোরশেদ পলাতক রয়েছে। আলামত পরীক্ষার জন্য শিশুটিকে পুলিশ হেফাজতে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করা হবে বলে জানান তিনি।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান কামাল বলেন, এ বিষয়ে ভিকটিমের মা বাদী হয়ে ধর্ষণের চেষ্টায় মামলা করেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। পাশাপাশি আসামিকে ধরার চেষ্টাও করছি।