তুহিন ফয়েজ:
মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী, ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও হাজী সাহজাহান মিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ নাসির উদ্দিন মিয়া পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ছেংগারচর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দলীয় নেতৃবৃন্দের মাধ্যমে অসহায় দুস্থদের মাঝে উপহার সরূপ ঈদ বস্ত্র বিতরণ করেছেন। শুক্রবার সকালে ঝিনাইদা তার নিজ গ্রামে ঈদ বস্ত্র বিতরণকালে তিনি বলেন, প্রতিবছরের ন্যায় এবারও ঈদুল ফিতর উপলক্ষে অসহায় দুস্থদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করতে পেরে আল্লাহর দরবারে লাখো শুকরিয়া আদায় করছি। তিনি বলেন, যতদিন আল্লাহপাক রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে রাখবেন ততদিন আমি এলাকার সর্বস্তরের মানুষের পাশে থেকে মানুষের সেবা করে যাবো ইনশাল্লাহ।
তিনি আরো বলেন, আমি আমার এলাকার গৃহহীনদেরকে গৃহ নির্মাণ করে দিয়েছি এবং এলাকার রাস্তাঘাট, সামাজিক কর্মকাÐ খেলাধুলার মাঠসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের সাথে সম্পৃক্ত ছিলাম এবং আগামিতেও থাকব। আমি যাতে এলাকার উন্নয়নমূলক কর্মকাÐ অব্যাহত রাখতে পারি সে জন্য আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন এবং আমার জন্য দোয়া করবেন।
তিনি আরও বলেন, আপনারা জানেন আমি একজন আওয়ামী পরিবারের সদস্য। বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের জন্য এবং দেশের উন্নয়নের লক্ষে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তাই মাননীয় প্রধানমন্ত্রী ও তার পরিবারের জন্য সকলের কাছে আমি দোয়া চাই।
এসময় উপস্থিত ছিলেন, ৬নং ওয়ার্ড আ.লীগের সভাপতি রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ মিয়া, ৩নং ওয়ার্ড আ.লীগের সভাপতি মুহাম্মদ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সার্জন আমান উল্লাহ, সুরুজ মাস্টার, হাবিবুল্লাহ মাস্টার, নূর মোহাম্মদ বিএসসি, দুর্গাপুর ইউপি সদস্য মানিক মেম্বার, ছেংগারচর পৌর যুবলীগ নেতা জামাল চৌধুরী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।