তুহিন ফয়েজ:
মতলব উত্তরে ঐতিহাসিক মুজিব নগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান। এসময় বক্তব্য রাখেন, মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ শাহজাহান কামাল, উপজেলা আ.লীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ মাস্টার, ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান, সদস্য রাধেশ্যাম সাহা বাবু চান্দু, উপজেলা যুবলীগ নেতা মিরাজ খালিদ, উপজেলা প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম খান, সমাজসেবা অফিসার আনিছুর রহমান (তপু) প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দিবসটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য একটি দিন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এদিন মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথগ্রহণ করে। পরে এই বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিবনগর নামকরণ করা হয়।
১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর বর্বরোচিত হামলা চালানোর পর একই বছরের ১০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে সার্বভৌম গণপ্রজাতন্ত্র রূপে বাংলাদেশের প্রতিষ্ঠা ঘোষণা করা হয়।
এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম, উপজেলা সমবায় অফিসার ফারুকুল আলম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সজিব চন্দ্র দাসসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।