কামাল হোসেন খান:
‘মুজিববর্ষের আহ্বান, লাগাই গাছ বাড়াই বন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ ও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এডভোকেট মো. নুরুল আমিন রুহুল।
এসময় নূরুল আমিন রুহুল এমপি বলেছেন, করোনা ভাইরাসের জন্য সারাবিশ্ব চরম বিপর্যয় অতিক্রম করলেও নিজেদের সুন্দরভাবে বেঁচে থাকার জন্যই বেশি সংখ্যক গাছ লাগানোর কার্যক্রম চালিয়ে যেতে হবে। পরম উপকারী আমাদের প্রিয় বন্ধু হচ্ছে গাছ । আমাদের বেচে থাকার জন্য প্রতিটি মুহুর্তে প্রয়োজনীয় উপাদান হচ্ছে গাছ।
তিনি আরো বলেন, গাছ যেমন আমাদের জীবন বাচায় তেমনি করে পরিবশকে সুস্থ ও নির্মল রাখতে এবং অর্থনৈতিক উন্নতির মাধ্যম হচ্ছে গাছ। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় বৃক্ষরোপনকে আমাদের সামাজিক আন্দলনে পরিনত করতে হবে। এসময় এমপি রুহুল বাড়ির আশে পাশে ফাকা জায়গায় সকলকে বৃক্ষ রোপনের অনুরোধ জানান।
শনিবার ( ১৮ জুলাই) সকালে মতলব উত্তর উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার এ এম জহিরুল হায়াতের সভাপতিত্বে ও বন কর্মকর্তা কামরুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন চৌধুরী, মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহজাহান কামাল, ছেংগারচর পৌর আওয়ামীলীগের সভাপতি হাসান কাইউম চৌধুরী, ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র আবদুল মান্নান বেপারী, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ও ছেংগারচর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী উপজেলা যুবলীগ নেতা এডভোকেট মহসিন মিয়া মানিক।
উপস্থিত ছিলেন- ফতেপুর পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান নূর মোহাম্মদ, দূর্গাপুর ইউনিয়ন চেয়ারম্যান দেওয়ান আবুল খায়ের, মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প পানি ব্যবহারকারি ফেডারেশনের সাধারণ সম্পাদক সরকার মো. আলাউদ্দিন প্রধান, পৌর আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলায়মান হোসেন ফরাজী রতন, ছেংগারচর পৌর যুবলীগের সভাপতি আবুল হোসেন ফরাজী, সাধারণ সম্পাদক জামান সরকার, ছেংগারচর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী আ’লীগ নেতা আলাউদ্দিন প্রধান, সাবেক কমিশননার শাহনূর বেপারী,উপজেলা যুবলীগের সদস্য কাজী হাবিবুর রহমান, মতলব উত্তর উপজেলা যুগ্ম আহবায়ক এডভোকেট জসিম উদ্দিন, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এর সাবেক ভিপি প্রকৌশলী জামাল হোসেন নাহিদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এডভোকেট সেলিম মিয়া, জহিরুল ইসলাম চৌধুরী, ছেংগারচর পৌরসভার কাউন্সিলর শাহাদাত হোসেন খোকন ঢালী, পৌর শ্রমিকলীগের সভাপতি সসিরাজুল ইসলাম সরকার, পৌর যুবলীগ নেতা মোঃ ওমর খান, মোঃ জসিম উদ্দিন খান, ছাত্রলীগ নেতা নূরনবী খান, হারুন-অর-রশিদসহ নেতৃবৃন্দ।