তুহিন ফয়েজ:
মতলব উত্তর উপজেলা নৌযান শ্রমিক লীগের কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বাদ মাগরীব উপজেলার কলাকান্দা ইউনিয়নের দশানী লঞ্চঘাট বাজার সংলগ্ন বেড়িবাঁধের ওপর মিলাদ ও দোয়ার মাধ্যমে নৌযান শ্রমিক লীগের এই কার্যালয় উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নৌযান শ্রমিক লীগের তুরাক নদী বন্দর ঢাকা মহানগর উত্তরের সভাপতি মোঃ আবুল বাশার খান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি মোঃ কামাল হোসেন, মতলব উত্তর উপজেলা নৌযান শ্রমিক লীগের সভাপতি মোঃ জসিম ছৈয়াল, সাধারণ সম্পাদক মোঃ রতন মিয়া।
আরও উপস্থিত ছিলেন, স্থানীয় আ.লীগ নেতা মোঃ লিটন ভূঁইয়া, শফিক বেপারী, মোঃ জাহাঙ্গীর আলমসহ মতলব উত্তর উপজেলা নৌযান শ্রমিক লীগের সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন দক্ষিণ দশানী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ হাবিবুর রহমান।