খান মোহাম্মদ কামাল:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় নতুন করে আরো ৬ জন করোনায় আক্রান্ত হয়েছে।সোমবার (১৫ জুন) মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.নুশরাত জাহান মিথেন বিষয়টি নিশ্চিত করেছেন। মতলব উত্তরে নতুন করে আরো ৬ জনের করোনা পজেটিভ আসায় মতলব উত্তর উপজেলায় এ রিপোর্ট লেখা পর্যন্ত করোনায় সনাক্ত রোগীর সংখ্যা ২৫ জন। এরমধ্যে মারা যাওয়া সংখা হলো জামানসহ মোট ৩ জন।
মতলব উত্তরে নতুন করে আরো ৬জনের করোনা পজেটিভ আসা ব্যক্তিরা হলেন- মতলব উত্তর উপজেলার করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ফরাজীকান্দি আমিরাবাদ এলাকার কাতারিকান্দি গ্রামের ১২ বছরের বালক জামান (১২), তারই বড় ভাই মেহেদী হাসান (১৪), চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি মতলব উত্তর জোনাল অফিস ছেংগারচর এর স্টাফ মনোয়ারা বেগম (৪৫), রাশিদা পারভীন (৪০) ও এই উপজেলার টরকী গ্রামের পলাশী বনিক(৩৮),সুরাইয়া বেগম (৫৫)। তবে তার ঠিকানা জানা যায়নি।
এদিকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার সহকারী প্রকৌশলী আবুল আনছার করোনায় আক্রান্ত হয়েছে। তিনি বর্তমানে তার নিজ গ্রামের বাড়ি নোয়াখালি রয়েছেন। গত ১০ দিন ধরে জ¦র,সর্দি,কাশি করোনার উপসর্গ দেখা দিলে তিনি নিজেই নমুনা পরীক্ষা করান। সোমবার (১৫জুন) তার নমুনা রিপোর্ট পজেটিভ আসে বলে জানিয়েছেন ছেংগারচর পৌরসভার সচিব শাহ সুফিয়ান খান।
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ১৩ জুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করোনা উপসর্গ সন্দেহে ১৪ জনের করোনা পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়। সোমবার (১৫ জুন) দুপুরে ১৪ জনের নমুনা পরীক্ষার ফলাফল আসে। এর মধ্যে ৬ জনের করোনা পজেটিভ ও অপর ৮ জনের করোনা নেগেটিভ ফলাফল আসে। মতলব উত্তরে নতুন করে আরো ৬ জনের করোনা পজেটিভ আসায় মতলব উত্তর উপজেলায় এ রিপোর্ট লেখা পর্যন্ত করোনায় সনাক্ত রোগীর সংখ্যা ২৫ জন। এরমধ্যে মারা যাওয়া সংখা হলো জামানসহ মোট ৩ জন।
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.নুশরাত জাহান মিথেন বলেন, নতুন করে আক্রান্তর বাড়ি লকডাউনের প্রস্তÍুতি চলছে। আক্রান্ত ব্যক্তিদের পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হবে। তারা নিজেদের বাড়িতে চিকিৎসাধীন আছে। এছাড়াও তিনি সকলকে ঘরে থাকতে অনুরোধ করেন।
মতলবে করোনার দ্রুত প্রাাদুর্ভাব বিস্তারে জনগণ আতঙ্কে আছে। দিন দিন আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। করোনার রেড জোনের তালিকায়ও রয়েছে এ উপজেলাটি।