মতলব উত্তর প্রতিনিধি :
চাঁদপুরের মতলব উত্তরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী যুবক সিজান (২০) নিহত হয়েছে। অপর আরোহী রহিম মিয়া (২৩) গুরুতর আহত হয়েছে। রোববার বিকেল পাঁচটায় মতলব উত্তর উপজেলা গজরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সিজান ও রহিম মোটরসাইকেল যোগে গজরা বাজার যাচ্ছিল। পথিমধ্যে ট্রাকের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই সিজান মারা যায়। এবং সিজনের বন্ধু রহিম গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা রহিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির উদ্দিন মৃধা বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে। পাশাপাশি চালককে আটক করা হয়েছে।