মতলব উত্তর জান্নাত (২০) নামে এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গত রোববার বিকেল ৪টায় উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের রসুলপুর গ্রামের মীর বাড়িতে এ ঘটনা ঘটে। ঘরের আড়ার সাথে নিজের ওড়না পেঁচিয়ে সে আত্মাহত্যা করে। এছাড়াও সে ৮ মাসের অন্তসত্ত্বা ছিল বলে জানা গেছে।
নিহতের শ্বাশুড়ী শিমুলী বেগম বলেন, আমি ওই সময় পাশের বাড়িতে গিয়েছিলাম। এসে দেখি আমার দোচালা ঘরের দরজা ভেতর দিয়ে লাগানো। কিন্তু আমার ছেলের বউকে দেখতে পারছি না। অনেকক্ষন ধাক্কাধাক্কি করার পরও কোন সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ঘরে ঢুকি। পরে দেখি ওড়না পেঁচিয়ে সুজনের বউ আত্মহত্যা করেছে। পরে আমার দেবব তার লাশ মাটিতে নামায়। তিনি আরো বলেন, আমার ছেলে সুজন ঢাকায় একটি ফ্যাক্টরিতে চাকুরি করে। তার সাথে বেশ ভাল সম্পর্ক ছিল, কোন জগড়া বিবাদ ছিল না। কেন যে সে আত্মহত্যা করল। জান্নাত ৮ মাসের অন্তসত্তা ছিল। তিনি আরো বলেন, জান্নাত সারাক্ষণ মোবাইলে কথা বলত। মোবাইলে কারো সাথে ঝগড়া হয়েছে কি না বুজতে পারছি না।
মতলব উত্তর থানার ওসি (তদন্ত) মোঃ মাসুদ বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে আত্মহত্যা। তবে ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।
মো. তুহিন ফয়েজ