খান মোহাম্মদ কামাল, মতলব উত্তর:
গণভবনের পরিচ্ছন্নতাকর্মী চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের ফরিদকান্দি গ্রামের মোসলেম উদ্দিন বেপারী প্রাণঘাতি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। তার বাবার নাম হাসমত বেপারী।
শুক্রবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটের সময় তার গ্রামের বাড়ি মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের ফরিদকান্দিও নিজ বাড়িতে তিনি মারা যান।
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.নুশরাত জাহান মিথেন বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, করোনায় আক্রন্ত হয়ে মারা যাওয়া মোসলেম উদ্দিন বেপারী গণভবনের একজন পরিচ্ছন্নতাকর্মী হিসেবে চাকুরী করতেন। গত প্রায় ৭ দিন আগে করোনার উপসর্গ নিয়ে তিনি বাড়ি আসনে। ঢাকায় তিনি নমুনা দিয়েছিলেন।
তার একদিন পরে করোনার রিপোর্ট পজিটিভ আসে। তার শরীরের অবস্থা খারাপ পর্যায়ে ছিলো, শ্বাসকষ্ট বেশি ছিলো। এরপর সে হাসপাতালে ভর্তি না হয়ে (জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট) নিয়ে করোনা পজিটিভ নিয়েই তার গ্রামের বাড়ি মতলব উত্তর উপজেলার বরুকান্দি আসে।
বিষয়টি জানতে পেরে গত ৪ দিন আগে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গণভবনের পরিচ্ছন্নতাকর্মী মোসলেম উদ্দিন বেপারীকে তার বাড়িতেই আইসলেসানে রাখা হয়েছিলো। আইসলেশানে থাকা অবস্থায় শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় ৭টা ১০ মিনিটের সময় তিনি মারা যান।