সুমন আহমেদ:
পবিত্র মাহে রমজান উপলক্ষে মতলব উত্তরে ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এসএসসি ব্যাচ-২০১৩ এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গত শনিবার সকালে ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে সংলগ্ন মাঠে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ বেনজির আহমেদ মুন্সি।
বিতরণ পূর্বে সংক্ষিপ্ত সভায় এসএসসি-২০১৩ ব্যাচের সদস্যরা বলেন, আমরা বন্ধুরা সবাই মিলে এ আয়োজন করেছি। আমরা আরো এ ধরনের কজ করতে ইচ্ছুক। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কাজ অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন, ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ সারোয়ার বিএসসি ও সিনিয়র শিক্ষক আঃ হক।