তুহিন ফয়েজ:
সবধরনের প্রচার প্রচারণা শেষে আজ ১৭ অক্টোবর চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ এবং মতলব উত্তরে এই প্রথম ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে উপজেলার ৫নং ওয়ার্ডে ভোট কেন্দ্র প্রস্তুত করেছে ইসি।
গতকাল রোববার উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রিপন হোসেন বলেন, ১৭ অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করার লক্ষ্যে সবধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে।
তিনি আরো বলেন, এবারে ভোট গ্রহণ হবে ইভিএমে। তাই কোনরকম অসাধুপায় অবলম্বনের সুযোগ নেই। মতলব উত্তর উপজেলা ৫নং ওয়ার্ডে ১টি ভোট কেন্দ্রে ২টি বুথে ইভিএম মিশিনে ভোট গ্রহণ হবে। সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচনে সদস্য (পরিচালক) ১টি পদের বিপরীতে উপজেলার ৫নং ওয়ার্ডে ৪জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। বৈদ্যুতিক পাখা মার্কা উপজেলা যুবলীগের সদস্য ও মোহনপুর পর্যটনের পরিচালক কাজী মোহম্মদ হাবিবুর রহমান, তালা মার্কায় সরকার মোহাম্মদ আলাউদ্দিন, হাতি মার্কা মিনহাজ্ব উদ্দিন খান, টিউবওয়েল মার্কা ইছা পাটোওয়ারী। এছাড়াও এ উপজেলা থেকে ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা আসনে ফুটবল প্রতিক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন আছমা আক্তার আখি।
উল্লেখ্য, এ নির্বাচনে মতলব উত্তর উপজেলায় মোট ভোটার সংখ্যা রয়েছে ১শ ৮৪ জন। তার মধ্যে পুরুষ ভোটার ১শ ৪১ জন ও মহিলা ভোটার ৪৩ জন।