তুহিন ফয়েজ:
ভারসাম্যপূর্ণ অর্থনীতি, কল্যাণমুখী রাজনীতি এবং ইনসাফপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় নীতি পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মতলব উত্তর উপজেলা সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার ছেংগারচর বাজারের মুহিন প্লাজার ৩য় তলায় এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের চাঁদপুর জেলা শাখার সভাপতি শেখ মুহা. জয়নাল আবদীন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পাঠ্যপুস্তকে বিবর্তণবাদ স্থাপন করে কোমলমতি শিক্ষার্থীদের বিভ্রান্ত করা হচ্ছে। এছাড়াও ভারতে মুসলিম শাসনকে বিতর্কিতভাবে উপস্থাপন করে ইতিহাস বিকৃত করা হচ্ছে। এর মাধ্যমে সরকার এ অ লে মুসলিমদেরকে বহিরাগত প্রমাণ করতে চায়। তিনি বলেন, এমন বিতর্কিত ও বিভ্রান্তমূলক পাঠ্যক্রম ছাত্রসমাজ মেনে নেবে না।
ইসলামী ছাত্র আন্দোলন মতলব উত্তর উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ ফরহাদ হেসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিএম মাহফুজ হাসানের স ালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি মুহাম্মদ সেলিম হোসাইন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ মুজাহিদ কমিটির মতলব উত্তর উপজেলা শাখার ছদর আলহাজ্ব আহমদ উল্লাহ মিয়াজী, ইসলামী আন্দোলন মতলব উত্তর উপজেলা শাখার সভাপতি মাওলানা হাবিবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ মতলব উত্তর উপজেলা শাখার সভাপতি ক্বারী মুহা. আব্দুল রাজ্জাক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পশ্চিম দাওয়াহ বিষয়ক সম্পাদক সম্পাদক আনিসুল ইসলাম মামুন।
আরো বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ছেংগারচর পৌর শাখার সভাপতি মাওলানা গাজী এমদাদুল হক মানিক, যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মাঈনউদ্দীন সুজন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মতলব উত্তর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আফজাল খাঁন, মাওলানা আ. বাতেন ফরাজি, মো. আনিসুল ইসলাম মামুন, মো. তারেক হোসাইন, মাওলানা আশ্রাফ আলী প্রমুখ।
সম্মেলনে ইসলামী ছাত্র আন্দোলনের মতলব উত্তর উপজেলা শাখার পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে সভাপতি মুহাম্মদ ফরহাদ হোসেন, সহ-সভাপতি আশিকুর রহমান, সাধারণ সম্পাদক বিএম মাহফুজুর রহমানকে ১বছর মেয়াদে নতুন কমিটির দায়িত্ব দেওয়া হয়।