তুহিন ফয়েজ/সুমন আহমেদ
মতলব উত্তরে জাতির জনক বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর ছবি সম্বলিত ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে স্থানীয় আ.লীগের নেতাকর্মীরা। গতকাল শনিবার (২১ জানুয়ারি) বিকেলে উপজেলার ছেংগারচর পৌর আ.লীগ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুণরায় আ.লীগ কার্যালয়ের সামনে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়।
পৌর আ.লীগের সভাপতি হাসন কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আ.লীগের সহ-সভাপতি মনজুর আহমেদ, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব কাজী মিজানুর রহমান, আরিফ উল্যাহ সরকার, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জি, সদস্য কাজী মোহাম্মদ হাবীবুর রহমান, ছেংগারচর পৌর আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রতন ফরাজি, জেলা স্বেচ্ছাসেবকলীগের গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান, যুবলীগ নেতা মনির মুন্নাসহ আ.লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, উপজেলার বিভিন্ন স্থানের অর্ধ শতাধিক ফেস্টুন ও ব্যানার রাতের আঁধারে একটি কুচক্রী মহল ছিঁড়ে ফেলে দেয়। এ ঘটনায় প্রশাসনকে দুষ্কৃতকারিদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় বক্তারা।
জানা যায়, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমকে কেন্দ্রীয় আ.লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মনোনিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও পরিকল্পনা প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে স্থানীয় আ.লীগের নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন স্থানে ব্যানার ফেস্টুন লাগায়। কিন্তুএকটি কুচক্রী মহল রাতের আধারে তা ছিঁড়ে ফেলায় এই বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছেন আ.লীগ।
আজ,
সোমবার , ২৭ মার্চ, ২০২৩ খ্রিষ্টাব্দ , ১৩ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
শিরোনাম:
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।