কামাল হোসেন খান, মতলব উত্তর:
মতলব উত্তরে রিভলবারসহ মোঃ জাহিদ শিকদার নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। ২মে রাতে মতলব উত্তর থানাধীন চরওয়েভস্টার গ্রামের জনগণ তাকে আটক করে পুলিশে দেয়।
জাহিদ এখলাছপুর ইউনিয়নের চরয়েস্টার এলাকার রমিজ আলী শিকাদরের ছেলে। সে ঢাকা থাকে। তবে করনার সময়ে বেশি কিছুদিন সে গ্রামের বাড়িতে অবস্থা করছে।
জাহিদের বিরুদ্ধে জামাল হোসেন নামে জনৈক এক ব্যক্তি অস্ত্র মামলা দায়ের করেন। মামলা নম্বর -০১-০২/০৫/২০২০
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এটি দেশি তৈরি রিভলবার্। স্থানীয়রা তাকে আটক করে পুলি্শের হাতে তুলে দেয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
মামলাটি তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মনির হোসেন বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে।