স্টাফ রিপোর্টার:
মতলব উত্তরে হকিস্টিক দিয়ে দুই নারীকে পেটানো সেই যুবক মোস্তাকিন সরকার (৩০) কে গ্রেফতার করেছে র্যাব-১১কুমিল্লা অঞ্চলের সদস্যরা। গতকাল শনিবার রাতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ঢাকার মতিঝিল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। মোস্তাকিন সরকার মতলব উত্তর উপজেলার সরকার পাড়ার রাজ্জাক সরকার ছেলে।
ঘটনাসূত্রে জানাযায় নাতনী ইনশানা বেগমের বিয়েতে বেড়াতে আসেন নানী মাজেদা বেগম(৭৫)। গত ০৯ ফেব্রæয়ারি ২০২২ইং তারিখআনুমানিক ১২:০০ ঘটিকার সময় ভিকটিম মাজেদা বেগম(৭৫) এর মেয়ে নার্গিস বেগম এর সাথে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ হয় আসামী মোস্তাকিন সরকার(৩৩) এর। উক্ত বিরোধের জেরে আসামী মোস্তাকিন সরকার(৩৩) এর হকিস্টিকের আঘাতে গুরুতর আহত হন বেশ কয়েকজন। এদের মধ্যে মাজেদা বেগম ও তার মেয়ে নার্গিস বেগমকে আশষ্কা জনক অবস্থায় চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। উক্ত ঘটনায় ভিকটিমের মেয়ের পরিবার চাঁদপুর জেলার মতলব উত্তর থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করে। ঘটনার পর থেকেই আসামীগণ পলাতক রয়েছেন।
অসহায় ৭৫ বছরের বৃদ্ধা মহিলাকে মারধরের ঘটনার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়। সম্প্রতি বিষয়টি র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা এর নজরে আসলে বিষয়টি নিয়ে একটি মাঠ পর্যায়ে ছায়া তদন্ত শুরু করে। ইতিমধ্যে দীর্ঘ ১২দিন পর চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ২০ ফেব্রæয়ারি ২০২২ইং তারিখে চাঁদপুর জেলার সদর হাসপাতালে মারা যান ভিকটিম মাজেদা বেগম। পরবর্তীতে ভিকটিম মাজেদা আক্তার এর ছেলে বাদী হয়ে একই থানায় পৃথক আরেকটি হত্যা মামলা দায়ের করেন।
এজাহার ও জিজ্ঞাসাবাদে জানাজায় বসত বাড়ির সীমানা প্রাচীর নিয়ে এই হামলা ঘটে। ঘটনারদিন আসামী মোস্তাকিন সরকারের মায়ের সাথে ভিকটিম মাজেদার বেগমের মেয়ে নার্গিস বেগমের সাথে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে কথা কাটাকাটি হয়। এতে আসামী মোস্তাকিন সরকার শুরু থেকেই ভিকটিম মাজেদার বেগমের মেয়ে নার্গিস বেগমের উপর উত্তেজিত ছিলো। যার প্রেক্ষিতে আসামী মোস্তাকিন সরকার ভিকটিম মাজেদার বেগমের মেয়ে নার্গিস বেগমকে মারধর করতে থাকলে একপর্যায়ে মা মাজেদা বেগম(৭৫) মেয়েকে রক্ষা করতে পাশে গেলে মোস্তাকিন সরকার তার হাতে থাকা হকিস্টিক দিয়ে মা মাজেদা বেগমকে আঘাত করলে গুরুতর আহত হয়ে মা ও মেয়ে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি হয়।
উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মতলব উত্তর থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন বলে র্যাব সূত্র জানায়।