মো. কবির মজুমদার:
মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও বাজারে নৈশ প্রহরীদের হাত-পা বেঁধে রেখে পাচঁটি স্বর্ণের দোকান ও একটি মোবাইলের দোকানের তালা ভেঙে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে ৩০ ভরি স্বর্ণ, ৬শ ভরি রুপা ও নগদ অর্থসহ প্রায় ৪৩ লাখ ৭০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে দাবি ব্যবসায়ীদের। গত সোমবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির ঘটনায় সিসিটিভির ফুটেজ উদ্ধার করা হয়।
জানা যায়, সোমবার রাতে উপজেলার নায়েরগাঁও বাজারের তিন নৈশ প্রহরীকে হাত-পা বেঁধে রেখে লোকনাথ শিল্পালয়, প্রিতম স্বর্ণ শিল্পালয়, পলি স্বর্ণ শিল্পালয়, ফ্যাশন শিল্পালয়, রাত্রী স্বর্ণ শিল্পালয়সহ ৫টি স্বর্ণের দোকান ও আল-নূর টেলিকম নামের একটি মোবাইলের দোকানে ডাকাতি করে ডাকাতদল।
পরে খবর পেয়ে মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মঈনুল ইসলাম পিপিএম, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত ও মতলব দক্ষিণ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া।
লোকনাথ শিল্পালয়ের মালিক রিংকু বৈণিক বলেন, সকালে দোকান খুলতে এসে দেখি দোকাদের তালা খোলা এবং সিন্দুকের দরজা খোলা। এতে ৩০ ভরি স্বর্ণ, ৫শ ভরি রুপা ও সাড়ে ৫ লাখ নগদ টাকাসহ প্রায় ৩৭ লাখ টাকার মালামাল লুট করে।
আল-নূর টেলিকমের মালিক নুরউদ্দিনের ভাই নুরে আলম জানান, তার দোকানে নগদ টাকা ও বিভিন্ন ব্র্যান্ডের ৪০টি মোবাইলসহ ৪ লাখ টাকার মাল ডাকাত দল নিয়ে গেছে।
এছাড়া বাকি চারটি স্বর্ণের দোকানের মধ্যে একটিতে ১ লাখ ২০ হাজার এবং তিনটির প্রতিটিতে ৫০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে বলে জানা গেছে।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, নায়েরগাঁও বাজারে পাচঁটি স্বর্ণের দোকান ও একটি মোবাইলের দোকানের ডাকাতির ঘটনায় আমরা সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তাছাড়া মামলার প্রস্তুতি চলছে।