মতলব দক্ষিণ প্রতিনিধি:
চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ব্যাংক চেক পেলেন ৪৫৪টি মসজিদের ঈমাম ও মুয়াজ্জিনগন।
মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ইসলামী ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় মহামারী করোনা পরিস্থিতিতে আজ তিন জুন রোজ বুধবার বিকাল তিন টায় উপজেলা পরিষদ মিলানয়তনে স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপজেলার ৪৫৪ টি মসজিদে পাঁচ হাজার টাকা করে ব্যাংক চেকে সর্বমোট বাইশ লাখ ৭০ হাজার টাকা ইমাম ও মুয়াজ্জিনের হাতে হস্তান্তর করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুবিন সুজন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিএইচ এম কবির আহমেদ, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সহ- সভাপতি দেওয়ান রেজাউল করিম,লিয়াকত আলী প্রধান, সাবেক যুগ্ন- সম্পাদক ফারুক বিন জামান, সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন,আওয়ামীলীগ নেতা তাফাজ্জল হোসেন,ইসলামী ফাউন্ডেশনের মাঠ সংগঠকসহ ঈমাম, মুয়াজ্জিনগন।
পরিশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন, যেসব মসজিদের ঈমাম ও মুয়াজ্জিনগন এ চেক রিসিভ করতে পারেননি পর্যাক্রমে সবাইকে দেয়া হবে। এ সংকটময় সময়ে মসজিদের ইমাম- মুয়াজ্জিনদের জন্য নগদ অর্থ সহায়তা কার্যক্রম প্রধানমন্ত্রীর একটি যুগপোযুগী সিদ্ধান্ত।