মোঃ কবির মজুমদার:
মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল রোববার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা সহকারী কমিশন (ভূমি) সেটু কুমার বরুয়ার সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার মোঃ মুজিবুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু, উপজেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি দেওয়ান রেজাউর করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খান, শিক্ষা অফিসার নাজমুন নাহার, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, সমাজ সেবা অফিসার মোঃ রুহুল আমিন প্রমুখ।
এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন, খাদেরগাঁও ইউপি চেয়ারম্যান সৈয়দ মনজুর হোসেন রিপন মীর, নায়েররগাঁও উত্তর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মোল্লা, উপাদী দক্ষিণ ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, উপাদী উত্তর ইউপি চেয়ারম্যান শহীদুল্লাহ প্রধান সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সুধীজন ও অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।