‘নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে মীনা দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা হকের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার মজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার নাজমুন নাহার, সহকারী শিক্ষা অফিসার সেলিনা আক্তারসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
অনুষ্ঠানে উপজেলার প্রায় সহস্রাধিক শিশুদের উপস্থিতিতে বিভিন্ন প্রতিযোগিতা, গল্প বলার আসর, শিশুদের জন্য পাপেট শো ও মাপেট শো, স্টল প্রদর্শনী, রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, যেমন খুশি তেমন সাজো ও মীনা বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।