এইচ.এম নিজাম
চাঁদপুরের মতলব দক্ষিণে মাইক্রোবাস-সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত হয়েছে চারজন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বরদিয়া-আড়ং বাজার সড়কের কাজী সুলতান আহমেদ উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিএনজি অটোরিক্সার যাত্রী চাঁদপুর পুরানবাজার পশ্চিম শ্রীরামদী এলাকার হারুন বেপারীর ছেলে হানিফ বেপারী (২৮), চাঁদপুর শহরের বকুলতলা এলাকার আজিম উদ্দিনের কন্যা নুপুর আক্তার (১৮), জালাল উদ্দীন মোল্লার ছেলে জসিম উদ্দীন মোল্লা ও পথচারী অজ্ঞাত (৭০) বছর বয়সী এক বৃদ্ধা। এ ঘটনায় পপি আক্তার নামে একজন গুরুতর আহত অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্থানীয়রা জানায়, মাইক্রোবাস ও সিএনজি অটোরিক্সার মধ্যে মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহতসহ বেশ কয়েকজন আহত হয়। আহতদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করে। গুরুতর আহত অপর একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতারে ভর্তি করে। এর কিছুক্ষণ পরেই অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢামেকে রেফার করেন। স্বজনরা ঢাকায় নেয়ার প্রস্তুতি নিলে ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থা তিনি মারা যান।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, দুর্ঘটনার সিএনজি ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে। নিহত একজনের মরদেহ মতলব দক্ষিণ থানায় ও বাকি তিন জনের মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে আছে।