মো. কবির মজুমদার:
অসহায় দুস্থ নারীদের জন্য সরকারের মাসিক সহায়তা কর্মসূচি ভিজিডির চাল বিতরণে অনিয়মের অভিযোগে মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুজ্জামান মোল্লাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। সুবিধাভোগীদের চাল ওজনে কম দেয়ার সত্যতা পাওয়ায় গত ১২ সেপ্টেম্বর উপজেলা প্রশাসন এই শোকজ করে। আগামী সাত কর্মদিবসের মধ্যে শোকজের জবাব দেয়ার নির্দেশনা প্রদান করা হয়।
গত রোববার (২১ আগস্ট) সকাল থেকে ইউনিয়নে ভিজিডির কার্ডধারী ২৪৬ জন নারীর মাঝে জুলাই-আগস্ট মাসের চাল বিতরণ করা হয়। এ সময় চেয়ারম্যান মো. কামরুজ্জামান মোল্লার নির্দেশে চাল দেয়ার ক্ষেত্রে ওজনে কম দেয়ায় সুবিধাভোগীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। জনপ্রতি দুই মাসের ৬০ কেজির স্থলে ৫০ থেকে ৫৫ কেজি করে চাল দেয়ায় বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হককে লিখিতভাবে জানিয়েছেন ভুক্তভোগীরা।
পরে বিষয়টি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনীন আফরোজকে জানালে তিনি নিজে সরেজমিন তদন্ত করেন। এ সময় অভিযোগের সত্যতা পেয়ে তিনি বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা হককে জানান। এর পরিপ্রেক্ষিতে অভিযোগের বিষয়ে জবাব চেয়ে গত সোমবার (১২ সেপ্টেম্বর) ইউপি চেয়ারম্যানকে শোকজ নোটিশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজনীন আফরোজ বলেন, অভিযোগের ভিত্তিতে সরেজমিন সুবিধাভোগীদের কাছ থেকে চাল কম দেয়ার বিষয়ে সত্যতা পাই। সে অনুযায়ী ইউএনওকে লিখিতভাবে জানিয়েছি। গতকাল সকালে শোকজের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান মোল্লা বলেন, অভিযোগটি সঠিক নয়। তারপরও শোকজ যেহেতু করা হয়েছে, তার জবাব দেব।