স্টাফ রিপোর্টার:
ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি পরিচালিত নারীদের স্বনির্ভরতা ও ক্ষমতায়নের জন্য গঠিত পল্লী সমাজের রেজিষ্টেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২২ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টায় মতলব ব্র্যাক এলাকা অফিসে চাাঁদপুর জেলার মতলব উপজেলার ২টি ইউনিয়নের পল্লী সমাজের নেতাদের অংশগ্রহণে এই সভার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা বেগম ও মতলব উপজেলার সমবায় কর্মকর্তা মোকলেছুর রহমান।
রিফ্রেসার্স পরিচালনা করেন সামজিক ক্ষমতায়ন কর্মসূচি, ব্র্যাক চাঁদপুরের সিনিয়র জেলা ব্যবস্থাপক কালাচাঁদ দাস অসিত এবং সার্বিক আয়োজনে করেন, সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি, ব্র্যাক চাঁদপুরের কর্মসূচী সংগঠক মো: নুর ইসলাম।
উল্লেখ্য যে, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি সমাজের পিছিয়ে পড়া নারীদের অধিকার ও প্রাপ্যতা আদায়ের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠী, বিশেষত নারীদের ক্ষমতায়নের জন্য কাজ করে যাচ্ছে। পল্লী সমাজের স্বাবলম্বীতা বৃদ্ধির জন্য পল্লী সমাজের রেজিষ্ট্রেশন দরকার। এই জন্য নারীরা যাতে স¦াবলম্বিতা অর্জন করতে পারে নিজেদের পায়ে দাঁড়াতে পারে তার জন্য এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি আমেনা বেগম বলেন, নারীদের স্বাবলম্বী করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। আপনাদের যে কোন সেবার জন্য চাঁদপুর মহিলা বিষয়ক অধিদপ্তর আপনাদের পাশে আছে।