‘করিব রাস্তা মেরামত, করিব ভালভাবে যাতায়াত’ এই প্রতিপাদ্যে মতলব উত্তরে বন্ধু একতা সংগঠনের উদ্যোগে ডেবে যাওয়া রাস্তার মেরামত কাজ করা হয়েছে। উপজেলায় বাগানবাড়ি ইউনিয়নের কালির বাজার প্রধান সড়কটি চলতি মৌসুমে বর্ষায় ডেবে গেলে সংগঠনের সদস্যদের সহযোগীতায় রাস্তাটির মেরামতের কাজ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে সংগঠনের সদস্যরা বলেন, সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে এ উদ্যোগ নেয়া হয়েছে। দীর্ঘদিন ধরে এটি এই অবস্থায় থাকায় গর্ত অনেক বড় হয়ে যায়। এতে যানবাহনসহ সাধারণ মানুষের চলাচলে কষ্ট হচ্ছিল। তাই আমরা নিজ উদ্যোগে এটি সংস্কার করেছি। রাস্তাটি সংস্কার করতে প্রায় ৫৫ হাজার টাকা খরচ হয়েছে বলে তারা জানান।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে মেরামত না করায় রাস্তায় পানি ও গর্তে পরিণত হয়। এতে দুর্ভোগে পড়ে স্কুল, কলেজ, মাদ্রাসা পড়ুয়া ছাত্র/ছাত্রীসহ অসুস্থ্য ব্যক্তিরা। সাধারণ মানুষেরা যাতে অনায়াসে যাতায়াত করতে পারে তার জন্য স্বেচ্ছায় রাস্তা মেরামতের করা হয়েছে। এর আগে অনেকবার এই সংগঠনের উদ্যোগে রাস্তায় মেরামত করা হয়েছে।
ক্যাপশন:
বাগানবাড়ি ইউনিয়নের কালির বাজার প্রধান সড়কটি চলতি মৌসুমে বর্ষায় ডেবে যাওয়ায় সংগঠনের সদস্যদের সহযোগীতায় রাস্তাটির মেরামতের কাজ করা হচ্ছে। ছবি- দৈনিক শপথ।
মো. তুহিন ফয়েজ