স্টাফ রিপোর্টার:
মতলব উত্তরের মেঘনা নদী থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না চাঁই জাল ও অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। গতকাল শনিবার দুপুরে উপজেলার একলাশপুর এলাকার মেঘনা নদীতে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। এসময় ১২০টি চায়না চাঁই এবং ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে কোস্ট গার্ড। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি।
পরে জব্দকৃত জাল মোহনপুর এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরীফুল হাসানের উপস্থিতিতে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। কোস্ট গার্ড চাঁদপুর স্টেশন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নদীতে এ অভিযান চালানো হয়েছে।
মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরীফুল হাসান জানান, আগামী ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত এই দুই মাস জাটকা সংরক্ষণ অভিযান চলবে। এ সময় নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে। এ সময় সব মাছ ধরার সরজ্ঞামের বিরুদ্ধে প্রশাসন, মৎস্য বিভাগ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।