মো. কবির মজুমদার:
মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর ইউনিয়নে ৫ শতাধিক অসহায় ও দরিদ্র রোগীদের ফ্রি চিকিৎসা সেবা দিয়েছে দুই সহোদর। এর আগে গত শুক্রবার পূর্বের ঘোষণা নারায়নপুর ইউনিয়ন সারপার গ্রামের মিঞা বাড়িতে ডিজিটাল ল্যাব এন্ড ইমাজিং সেন্টারের ব্যবস্থাপনায় ৩ দিনব্যাপী এই বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন শুরু হয়। গতকাল শনিবার ছিলো ক্যাম্পেইনের ২য় দিন।
মরহুম ওয়ালি উল্লাহ মিঞার সুযোগ্য পুত্র ডা. সোহেল মাহমুদ এমবিবিএস, সিসিডি (বারডেম) ডি-কার্ড এমডি (কার্ডিওলজি) ও ডা. মো. জুবায়ের সাইদ এমবিবিএস, (শিশু রোগ বিশেষজ্ঞ) দুই সহোদর চিকিৎসক। এদের সেবা প্রদানে মাধ্যমে বিনামুল্যে ঔষধ ও অসহাদের মাঝে নগদ অর্থ প্রদানে এ মেডিকেল ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।
এ সময় স্থানীয়সহ বিভিন্ন এলাকার অসহায় দুস্থ ও গরীব সাধারণ রোগী এ মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে ব্যাবস্থাপত্রের পাশাপাশি ঔষধ বিতরণ ও নগদ অর্থ সহায়তা পেয়ে সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায় করেন। ক্যাম্পেইন চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন নারায়পুর বাজার বিশিষ্ট ব্যবসায়ী ও নারায়নপুর বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সহ-সভাপতি মো. মজিবুর রহমান মিলন মিঞা, নারায়নপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মুকুল মিঞা, সাংগঠনিক সম্পাদক মিয়া মামুন, মানবাধিকার কর্মী শামসু মিয়া, সমাজসেবক কিরণ মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।