তুহিন ফয়েজ:
মতলব উত্তরে ২মাস ৮দিন আগে উদ্ধার হওয়া অজ্ঞাত নারীর মৃতদেহের পরিচয় মেলেনি আজও। গত ২০২১ সালের ২৭ নভেম্বর মতলব উত্তর উপজেলার ভাসানচর গ্রাম থেকে অজ্ঞাতনামা (২৩) মহিলার মরদেহ স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে মতলব উত্তর থানা পুলিশ।
এ ঘটনায় অজ্ঞাত পরিচয়দের আসামি করে ২৮ নভেম্বর এসআই মিজান বাদী হয়ে হত্যা একটি মামলা দায়ের করেন। ময়নাতদন্ত শেষে আনজুমানে মুফিদুল ইসলামের মাধ্যমে চাঁদপুরে নিহত মহিলার মৃতদেহের দাফন করা হয়।
মতলব উত্তর থানার ওসি তদন্ত মোঃ মাসুদ জানান, স্থানীয় এলাকাবাসীর খবরের ভিত্তিতে ভাসানচর গ্রামের নির্জন স্থান থেকে অজ্ঞাতনামা ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে কেউ মহিলাকে হত্যা করে তার মরদেহ গুম করতে এখানে ফেলে গেছে। দেখে মনে হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। তবে মরদেহের পরিচয় জানার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখন পর্যন্ত তার পরিচয় জানা সম্ভব হয়নি।