মো. কবির মজুমদার:
চাঁদপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রশাসক ওচমান গণি পাটওয়ারী আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন-২০২২ উপলক্ষে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে কুশল বিনিময়, দোয়া ও সমর্থন কামনা করছেন। তারই অংশ হিসেবে গত মঙ্গলবার মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়ন, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন, উপাদী উত্তর ইউনিয়ন, উপাদী দক্ষিণ ইউনিয়ন, খাদেরগাঁও ইউনিয়ন ও নারায়ণপুর ইউনিয়নসহ ৬ ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও মেম্বারদের সাথে মতবিনিময় করেন।
এসময় জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ওচমান গণি পাটওয়ারী ভোটারদের দোয়া, সমর্থন ও তাদের মূল্যবান ভোট কামনা করেন। সভায় গঠনমূলক বক্তব্য রাখেন চেয়ারম্যান মো. জহিরুল মোস্তফা তালুকদার। এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সদস্য মো. কাউছার আহমেদ সোহাগ পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. কাইয়ুম খন্দকার, জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি মো. বোরহান উদ্দিন মাল, ইউপি সদস্য মো. বারেক তালুকদার, নজরুল ইসলাম, রফিকুল ইসলাম মুন্সী, মো. সাইজউদ্দিন ঢালী, মো. নুরুল ইসলাম বেপারী, সদস্যা জাহানারা বেগম ও নারগিস বেগমসহ আরো অনেকে।
উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে চেয়ারম্যান পদে প্রতিদ্ব›দ্বীতা করছেন দুই প্রার্থী। একজন সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও প্রশাসক ওচমান গণি পাটওয়ারী এবং অপরজন ব্যবসায়ী জাকির হোসাইন প্রধানিয়া। এছাড়া ৩৫জন সাধারণ সদস্য ও ১২জন সংরক্ষিত সদস্য প্রতিদ্ব›দ্বীতা করবেন।