সোবহান ফারুক:
মতলব দক্ষিণে জেলা প্রশাসনের মাধ্যমে এডিপিভুক্ত শতভাগ প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়ন নিশ্চিতকরণ সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৭ ফেব্রুয়ারী সোমবার সকাল ১০টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মতলব দক্ষিণ উপজেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হোসেন মজুমদার, উপ-সহকারী প্রকৌশলী মোঃ ইদ্রিস আলী, মোঃ নবিন মুহরী, মোঃ ফজলে রাব্বি শুভ, মোঃ ফরহাদ হোসেন, হিসাব রক্ষক মোঃ রফিকুল ইসলাম, কার্য-সহকারী মোঃ মোফাচ্ছেল হোসেন, মোঃ সাচ্চু রহমান, মোঃ বোরহান উদ্দিন, ইলেকট্রিশিয়ান সুজন খান, মোঃ রশিদসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।