মোঃ কবির মজুমদার:
মতলব পৌর এলাকায় শুকনা গাঁজাসহ মোঃ রুবেল হাওলাদার (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল মঙ্গলবার ভোররাতে মতলব পৌরসভার দাসপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ রুবেল হাওলাদার দাসপাড়া এলাকার মৃত হানিফ হাওলাদারে ছেলে।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, মতলব পৌরসভার দাসপাড়া এলাকায় সে মাদক বিক্রি করছে এমন গোপন সংবাদ আসে পুলিশের কাছে। পরে এসআই মোঃ গোলাম মোস্তফা সহ পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় ২শ গ্রাম গাঁজাসহ রুবেল হাওলাদারকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।