শরীফ পাটওয়ারী,মতলব দক্ষিণ:
মতলব দক্ষিণে করোনা উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে বলে মঙ্গলবার রাতভর এলাকায় হট্টগোল ও বাক বিতণ্ডা করেছে স্থানীয়রা। পরে অবশ্য পুলিশের উপস্থিতি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বাড়িটি লকডাউন ও ওই ভবনের সকল বাসিন্দাদের স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ প্রদান করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। মৃত নারীর পরিবারের অন্য সদস্যদের বাড়িতে প্রবেশে নিষেধাজ্ঞা প্রদান করেছেন বাড়ির মালিক।
স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর হোসেন রিপন মীর ও এলাকাবাসী জানান, করোনা উপসর্গ নিয়ে মৃত নারী নারায়ণপুর বাজার সংলগ্ন কাফি মিয়ার ৫ম তলা ভবনে ভাড়া থাকতেন। তিনি ১৫দিন আগে নারায়ণগঞ্জের সানারপাড়ে মেয়ের বাসা থেকে মতলবে ছেলের বাসায় আসেন। গতকাল ১৪ এপ্রিল মঙ্গলবার মধ্যরাতে শ্বাসকষ্টসহ অন্যান্য উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়লে ঢাকায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান। বাড়ির মালিক ও এলাকাবাসীর দাবি তিনি করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। তবে পরিবারের দাবি তিনি হার্ট অ্যাটাকে মারা গেছে।
এদিকে রাতেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনে তার দাফন সম্পন্ন করা হয়।
স্বাস্থ্য কর্মকর্তা গোলাম কাওসার হিমেল এ বিষয়ে বলেন, ওই রোগী হৃদ রোগে মারা গেছে এছাড়া তাই কোনো নমুনা সংগ্রহ করা হয়নি