তুহিন ফয়েজ:
মতলব দক্ষিণে গত ১ বছরে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন গত ১১ নভেম্বর মতলব দক্ষিণ থানায় যোগদান করেন তার পর থেকে চলতি বছরের ২০ জানুয়ারী পর্যন্ত তার নেতৃত্বে মাদক বিরোধি অভিযান চালিয়ে ৪ হাজার ৮শ ৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৩ কেজি গাজা, ২৪ পিস বিয়ার ক্যান উদ্ধার করা হয় এবং ৭৩টি মাদক মামলা রুজু করে ১শ ৮ জন আসামীকে জেলহাজতে প্রেরণ করেন মতলব দক্ষিন থানা পুলিশ। যা অন্য কোন ওসির আমলে ১ বছরে এতো বিপুল পরিমান মাদক উদ্ধার করা হয়নি।
বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার, আইন শৃঙ্খলার উন্নতি ও সার্বিক কাজের পার্ফমাজ ভালো হওয়ায় গত ১০ জানুয়ারী চাঁদপুর পুলিশ লাইনে অনুষ্ঠিত পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপারের পক্ষ থেকে ওসি মোহাম্মদ মহিউদ্দিনকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। মাদক বিস্তার রোধে ওসি মোহাম্মদ মহিউদ্দিন বলেন, মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি এলাকার সচেতন জনগণকেও এগিয়ে আসতে হবে। মাদক কারবারীদের বিষয়ে পুলিশের কাছে তথ্য দেয়ার জন্য এলাকার সচেতন ব্যক্তিবর্গের প্রতি অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন, পুলিশের পাশাপাশি এলাকার জনগণ এগিয়ে আসলে মাদক নির্মূল করে মতলবকে একটি মডেল থানা হিসেবে গড়েতুলা সম্ভব। তাই ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে মতলব থানা পুলিশের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। মাদকের সাথে সম্পৃক্ত যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে কোন প্রকার ছাড় দেওয়া হবে না।