মতলব উত্তর সংবাদদাতা:
চাঁদপুরের মতলব উত্তরে আনোয়ারপুর মোড়ে শনিবার দিনগত রাত সাড়ে ৯টার সময় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফার্মেসী, মুদি ও চা দোকানসহ ৫টি দোকান এবং ২টি ইজিবাইক পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা।
জানা গেছে, দোকানগুলো ও ভিতরে পড়ে থাকা সকল মালামাল ছাই হয়ে আছে। দুই দোকানে থাকা দুইটি ফ্রিজ ও চার্জে থাকা দুইটি ইজিবাইক পুড়ে গেছে। দোকানগুলোতে থাকা কোন মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, এই দোকানই ছিল তাদের একমাত্র আয়ের পথ। এখন আর কিছু রইল না। সবকিছু পুড়ে ছাই হয়ে গেল। তারা সরকারের কাছে অনুদান দাবী করেন।
প্রত্যক্ষদর্শী উজ্জল ও নূর মোহাম্মদ জানান, রাত সাড়ে ৯টার দিকে আগুন দেখতে পেয়ে ডাক চিৎকার দেন। পরে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আগুন পুরোপুরো নিয়ন্ত্রণে আনে।