মোঃ কবির মজুমদার:
মতলব দক্ষিণে সোমবার রাতে ৫০ পিচ ইয়াবাসহ মো. সুমন প্রধানীয়া (৩২) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ মহিউদ্দিন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত মো. সুমন প্রধানীয়া উপজেলার চাপাতিয়া গ্রামের মো. এবাদুল্লাহ প্রধানীয়ার ছেলে। ওসি মুহাম্মাদ মহিউদ্দিন মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাত ১০টার দিকে উপজেলার চাপাতিয়া খান বাড়ির পাশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে অভিযান পরিচালনা করে ৫০ পিচ ইয়াবাসহ সুমনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। এর আগেও তাঁর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানান তিনি। গতকাল মঙ্গলবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।