মোঃ কবির মজুমদার:
মতলব দক্ষিণে ২৫ পিচ ইয়াবাসহ সফিকুল ইসলাম নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত মাদক কারবারি উপজেলার মোবারকদী বরদিয়া আড়ং বাজার এলাকার মৃত তরফ আলীর ছেলে। পুলিশ জানায়, রোববার রাতে মতলব দক্ষিণ উপজেলার মোবারকদী বরদিয়া আড়ং বাজার বালির মাঠ এলাকায় এ অভিযান চালানো হয়।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৫ পিচ ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
প্রথম পাতায় লিড ৩ কলামে। নিউজের ছবির সাথে ২৭ নাম্বার যোগ করে দিবেন
চাঁদপুরে হরিজন পরিবারের জন্য নির্মাণ হচ্ছে আধুনিক আবাসন