মতলব প্রতিনিধি:
আব্বাস হাজরা ফাউন্ডেশনের উদ্যোগে মতলব পৌরসভার মুন্সিরহাট বাজারে কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। রবিবার (৩ মে) সকালে মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সামগ্রী বিতরণ করেন।
জানা যায়, ঢাকাস্থ আব্বাস হাজরা ফাউন্ডেশনের উদ্যোগে মুন্সিরহাট সিরাজুল হক হাজরা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়। এ সময় আব্বাস হাজরা ফাউন্ডেশনের পরিচালক আলহাজ্ব নুরুজ্জামান হাজরা, সিরাজুল হক হাজরা বলিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হাজী আবুল কালাম, মুন্সিরহাট উচ্চ বিদ্যালয় ও ওয়ার্ড আ’লীগের সভাপতি জহির হাজরাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।