সাগর আচার্য্য:
চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ড মঠখোলা বাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ফাহাদ (১৭) নামের এক কিশোর গুরুতর আহত হয়েছে। গত বুধবার (২৬ এপ্রিল) রাত ১১টা ৪০ মিনিটের সময় দ্রুত গতিতে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনার কবলে পড়েন। আহত কিশোর ফাহাদ ১৩নং ওয়ার্ড ওয়্যারলেস এলাকার বাসিন্দা বিল্লাল গাজীর ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত বুধবার রাতে বাবুরহাট থেকে আসা একটি মোটরসাইকেল দ্রুত গতিতে মঠখোলা ব্রীজের উপর উঠে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। মোটরসাইকেলটি মঠখোলা মাজারের সাথে সজোরে ধাক্কা লেগে প্রায় ৩০ হাত সামনে চলে যায়। এসময় মোটরসাইকেল চালক ফাহাদ ছিটকে পরে মাজারের দানবাক্সের সাথে আঘাতপ্রাপ্ত হয়। এতে তার মাথা, চোখ ও নাক গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহত ফাহাদকে উদ্ধার করে দ্রুত চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
স্থানীয়রা বিষয়টি চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদকে জানালে তিনি ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠিয়ে মোটরসাইকেলটি থানায় নিয়ে আসেন এবং ফাহাদের পরিচয় নিশ্চিত করেন।
হাসপাতালে সূত্রে জানা যায়, প্রাইমারি ট্রিটমেন্ট শেষে ফাহাদকে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেলে রেফার করেন।