সাগর আচার্য্য:
চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের সংরক্ষিত ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সদস্য প্রার্থী হাসিনা ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না…..রাজিউন)। গত মঙ্গলবার (২ নভেম্বর) রাত ১১টায় নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। আগামী ১১ নভেম্বরের নির্বাচনে ৬নং মৈশাদী ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনে মাইক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছিলেন তিনি।
পারিবারিক সূত্রে জানা যায়, মহিলা মেম্বার প্রার্থী হাসিনা ইসলাম মৃত্যুর দুইদিন পূর্বে চাঁদপুর ২৫০শয্যা বিশিষ্ট জেনারের হাসপাতালে শারীরিক অসুস্থতার কারণে ভর্তি ছিলেন। হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর শারীরিক কিছুটা উন্নতি হলে মঙ্গলবার (২ নভেম্বর) তিনি বাড়িতে আসেন। পরে এদিনই তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ইউনিয়ন আ.লীগের মহিলা বিষয়ক সম্পাদিক ছিলেন।
এদিকে হাসিনা ইসলামের মৃত্যুর খবর আশিকাটিসহ আশেপাশের এলাকাতে ছড়িয়ে পড়লে মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। তাকে শেষবারের মত একনজর দেখতে বাড়িতে ছুটে যান তার সমর্থক এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
তার রুহের মাগফেরাত কামনা ও গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন আশিকাটি ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি ও ইউপির চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন খান (বিল্লাল মাস্টার), সাধারণ সম্পাদক মোঃ আলমগীর সরকার, ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন খান (দেলোয়ার মাস্টার), ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোঃ সেলিম মাল প্রমুখ।
হাসিনা ইসলামের মৃত্যুতে মৈশাদী ইউনিয়নে নির্বাচন বন্ধ থাকবে কিনা এমন প্রশ্নে উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসাইন দৈনিক শপথকে বলেন, মৈশাদী ইউনিয়নে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৩জন প্রার্থী অংশগ্রহণ করেন। একজন প্রার্থী মৃত্যুবরণ করায় এখন দুইজন প্রার্থীর মধ্যে নির্বাচন চলমান থাকবে।