মোঃ রাছেল
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করছে। সম্প্রতি রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের ফলে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। যার প্রভাব সারা বিশ্বে পরেছে। সারা দেশে টিসিবির মাধ্যমে স্বল্প আয়ের প্রান্তিক জনগণকে ভোজ্য তেল দেওয়া হচ্ছে। বাজার মনিটারিং থেকে শুরু করে সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। কোন অসাধু ব্যবসায়ী সরবরাহ না করে সিন্ডিকেটের মাধ্যমে মওজুদ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বুধবার মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্ত্রী মেলার সমাপনী দিনে ‘স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরন: বঙ্গবন্ধু হতে শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোতাছেম বিল্যাহ, উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইবনে আল জায়েদ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিউদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জাবের মিয়া প্রমুখ।