স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের হাকিম প্লাজার এক ব্যবসায়ীর ভুয়া ফেসবুক আইডি খুলে হয়রানী করা হচ্ছে মর্মে থানায় অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে ২৪ জানুয়ারী সন্ধ্যায় ব্যবসায়ী এস এম ফারুক নিজের জীবনের নিরাপত্তায় চাঁদপুর সদর মডেল থানায় একটি জিডি করেন। যার নং-১৩৭৩। ফারুক হাকিম প্লাজা মার্কেটের ২য় তলায় আইটি ওয়াল্ড নামীয় দোকানের পরিচালক।
জিডিতে উল্লেখ করা হয়, আমি এস এম ফারুক ০১৭১২-৭৭৬৭০৭ নম্বর দিয়ে ভধৎঁশ পযধহফঢ়ঁৎ নামীয় ফেইসবুক আইডি দীর্ঘদিন যাবৎ ব্যবহার করিয়া আসছি। গত ২২/০১/২০১২ইং তারিখ সকাল ১১:০০ ঘটিকায় সময় আমি জানিতে পারি যে, কে বা কাহারা ঔধংরস উবহি নামীয় ফেইসবুক আইডি খুলে আমার ছবি পােষ্ট করিয়া মিথ্যা প্রতারক ফারুক অ্যাপল আইডি অফ করে টাকা হাতিয়ে নিচ্ছে বলিয়া পােষ্ট করিয়া আমাকে সামাজিক, পারিবারিক, ব্যবসায়ীকে হেয়পতিপন্ন করিতেছে। কে বা কাহারা আমাদের নামীয়া মিথ্যা অপপ্রচার চালিয়া আমাকে সামাজিক, ব্যবসায়ীক, পারিবারিকভাবে আইনগতভাবে আরো হেয়পতিপন্ন করিতে পারে।
এস এম ফারুক জানান, বর্তমানে আমি নিরাপত্তাহিনতায় আছি। আমি প্রশাসনের সহযোগিতা কামনা করছি। আমাকে বিভিন্ন লোকজন মোবাইল ফোনের মাধ্যমে হুমকি-ধামকি দিচ্ছে। এর প্রতিকার চেয়ে আমি থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।