আন্তজজার্তিক ডেস্ক :
গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিলে নাম লেখিয়েছেন ১ হাজার ১৩৬ জন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৭৯ হাজার ৭২২ জনে।
করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, বিহার, উড়িষ্যা, আসাম ও গুজরাট।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে মারা গেছেন মোট ২৯ হাজার ৫৩১ জন। এরপর সর্বাধিক মৃত্যু হয়েছে যথাক্রমে তামিলনাড়ুতে ৮ হাজার ৩৮১ জন, কর্ণাটকে ৭ হাজার ২৬৫ জন, অন্ধ্রপ্রদেশে ৪ হাজার ৯১২ জন এবং দিল্লিতে ৪ হাজার ৭৪৪ জন।