প্রযুক্তির আধুনিকতায় অনেক কিছুই পালটে গেছে। এ যেমন এক সময় ঘড়ির কাটা দেখে আমরা সময় নির্নয় করলেও বর্তমান প্রজন্ম মোবাইল ডিভাইসেই ঘড়ির কাজটা সেড়ে ফেলেন। বুঝাই যায় বাংলার মানুষের রূপ বদলেছে। তবে বদলায়নি ফুটবলের প্রতি গভীর মমত্ববোধ। বাংলার মানুষের বিনোদনের খোড়াক কিন্তু ফুটবল। বহুকাল ধরে বাংলার মানুষের ধ্যাণ-জ্ঞানে যেন মিশে আছে ফুটবল। বিশেষ করে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংখ্যাটাই বেশি। বাংলার ফুটবলে যেমন এক সময় উত্তেজনা কাজ করতো মোহামেডন, আবহানীতে ঠিক বিশ্ব ফুটবলে এ অঞ্চলের মানুষের কাছে দুটো দেশের নাম বেশী সমাদৃত।
নিশ্চই বুঝে নিতে কষ্ট হচ্ছে না কার কথা বলতে চেয়েছি। না হলে বলেই দেই একদিকে পেলে শিষ্য অন্যদিকে ম্যারাদোনা। মানে ব্রাজিল আর্জেন্টিনা। বহু তর্ক-বিতর্ক আর টানটান উত্তেজনা চলে এই দুই দলকে নিয়ে। সময়ের মারপ্যাচে বহু রথী-মহারথির প্রস্থান ঘটেছে বিশ্বে কিন্তু কিছু মানুষতো এখনো হিট লিষ্টে। এটি একান্তই ভক্তদের কাছ থেকে ভালবাসা পাওয়া। বর্তমানে আলোচনার শীর্ষ বিন্দু মেসি, নেইমার। ভক্তদের কাছে দু’জনেই সফলতার শীর্ষে। সবাই চায় তার নিজের পছন্দের মানুষটাকে উপরে রাখতে। হয়তো সেকারে কেউ কারো থেকে কম না। ফুটবল মাঠের বিচারেও তা ই বলে। দু’জনেই লিজেন্ড। ছন্দের তালে যে ফুটবল এক সময় দেখতো বিশ্ব সেই ছন্দের ফুটবলকে বাঁচিয়ে রেখেছে মেসি নেইমার। স্পিড ফুটবলের যুগে কারিশমা টিকিয়ে রেখেছেন তারা। দ্বৈরথ থাকবে এটাই তো স্বাভাবিক কিন্তু তাদের দ্বৈরথটা মাঠের মধ্যে সীমাবদ্ধ হলেও ভক্তকূলের দ্বৈরথটা যেন ভিন্ন। সমর্থকদের উগ্রতায় অনেক খানেই ঘটে সংঘর্ষ। সেদিকে না ই গেলাম তবু তো কিছু ফুটবল বোদ্ধা আছেন, যারা ফুটবলকে সত্যিকারের ভালবাসেন।
নান্দনিক ফুটবল খেলা দেখতে চান সমর্থক দলের ফুটবলারদের কাছে। তাদের কাছে ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ মানেই তো ভিন্ন কিছু। কোপা আমেরিকা-২০২১ এর ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে বিশ্বসেরা দুইদল ব্রাজিল-আর্জেন্টিনা। বিষয়টি নিয়ে অলরেডি এশিয়া মহাদেশের দুইদেশ ভারত এবং বাংলাদেশের মানুষের মাঝে বিরাজ করছে উত্তেজনা। আনন্দের জোয়ার বইছে দুই দলের অন্ধ সমর্থকদের মধ্যে। আগে তর্কটা সামনা সামনি হলেও এখন ভার্চুয়াল ভাবেও তর্কাতর্কির দেখা মেলে। এমনও দেখা যায় যে অঙ্গীকারনামা করে সমর্থিত দল বদলের খবরও পাওয়া যায়। সবকিছু মিলিয়ে বাংলার মানুষের ফুটবল প্রেম টিকে থাকুক বহুকাল সেটাই প্রত্যাশা।
পরিসংখ্যান ঘেটে যদি বলি তবে বলতে হয় ১৪ বছর পর কোন বড় টুর্নামেন্টের ফাইনালে মুখেমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা। ভক্তকূলে তাই আলোচনা-সমলোচনার বাতাস বইছে। সবকিছু মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। অপেক্ষা শুধু ম্যাচ শুরু হওয়ার। দেখার পালা শ্রেষ্ঠত্বের মুকুট কার গলায় ঝুলে!
আজ,
বুধবার , ৪ অক্টোবর, ২০২৩ খ্রিষ্টাব্দ , ১৯ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম:
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।