বিশাল :
প্রতিবারের ন্যায় এইবারও বড়ষ্টেশন কমিনিউটি (ইলিশের শহর চাঁদপুর) এর উদ্যোগে অসহায় দুস্থ নিম্নবিত্ত ছিন্নমূল মানুষের জন্য ঈদ সামগ্রী বিতরণী কার্যক্রম চলছে। করোনা প্রাদুর্ভাবে দেশের পরিস্থিতির বেহাল দশা থাকলেও রুখে নেই কিছু সামাজিক সংগঠন। এরই মধ্যে প্রতিবারের ন্যায় এইবারও বড়ষ্টেশন কমিনিউটি সংগঠন মানবতার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। অসহায়, গরীব, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করছেন এই সংগঠনটি।
২১মে বৃহস্পতিবার বিকালে অসহায় দুস্থ নিম্নবিত্ত ছিন্নমূল ও মধ্যবিত্ত পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হবে।
ঈদ সামগ্রীতে মধ্যেবিত্তদের জন্য থাকছে – পোলাউয়ের চাল ১ কেজি, চিনি ১ কেজি, বাংলা সেমাই আধা কেজি, লাচ্ছা সেমাই ১ প্যাকেট, নুডলস মিনি প্যাক ৪ প্যাকেট, গুড়া দুধ মিনি ২ প্যাকেট।
হতদরিদ্রদের জন্য থাকছে- চাল ২ কেজি, মডল ডাল ১ কেজি, পোলাউয়ের চাল ১ কেজি, চিনি ১ কেজি, বাংলা সেমাই আধা কেজি, লাচ্ছা সেমাই ১ প্যাকেট, নুডলস মিনি প্যাক ৪ প্যাকেট, গুড়া দুধ মিনি ২ প্যাকেট ও একটি করে মাস্ক।
প্রতিষ্ঠাতা এডমিন রাসেল পারভেজ জানান, প্রতিবারের ন্যায় এইবারও আমরা গরীব, দুস্থ্য, অসহায়, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের পাশে দাঁড়ানোর এবং মানবতার কল্যানে এগিয়ে আসার চেষ্টা করেছি। যারা আমাদের এই মানবিক কার্যক্রমকে সফল করতে সহযোগিতা করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের বড়ষ্টেশন কমিনিউটি (ইলিশের শহর চাঁদপুর) এডমিন মডারেটর দের যারা অর্থায়ন, বুদ্ধি, পরামর্শ ও শ্রম দিয়ে আমাদের সকল কার্যক্রমকে স্বার্থক ও সফল করেছেন। সর্বোপরি মহান আল্লাহতায়ালার দরবারে লাখোকোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি এই মহৎ মানবিক কাজগুলি আমাদের মাধ্যমে করিয়ে নিচ্ছেন।