সম্পাদকীয়
মানবীয় সৃষ্টির ব্যতিক্রম রহস্য ভরা এই পৃথিবীর মধ্যে মানবজাতিকে কালে কালে দিক নির্দেশনায় দেয়ার জন্য ¯্রষ্টা পাঠিয়েছেন বহু সংখ্যক দূত। পৃথিবীর মানুষের বিপদগ্রস্ত বিকারগ্রস্ত বিপথগামীতার থেকে রক্ষা করতে একত্ববাদ ¯্রষ্টার পরিচয় বুঝিয়ে দিতে পাঠিয়েছেন যুগে যুগে মহামানব অবতার। তেমনি একজন অবতার পৃথিবীতে অবতরণ করেছেন। পৃথিবীতে এসেছেন প্রকৃতির ভিন্ন নিয়মে। তিনি ঈশা মসীহ হযরত ঈসা আলাইহিস সালাম যার পিতা ছাড়া মায়ের গর্ভে ¯্রষ্টা সৃষ্টির অপরূপে নিদর্শন হিসেবে পাঠিয়েছেন। দিয়েছেন মানুষের মাঝে বহুমুখী কল্যাণের বার্তা। দিয়েছেন মানুষকে বিভিন্ন বিপদগ্রস্ততার থেকে মুক্তি। ঈসা আলাইহিস সালামকে পৃথিবীতে খ্রিষ্টান স¤প্রদায় ইশা মশীহ হিসেবেই জানে। এমনকি প্রতিবছর নির্দিষ্ট দিনে বড়দিন হিসেবে তারা ঈসা মসীহর জন্মদিনকে উদযাপন করে থাকে। বর্তমান পৃথিবীর ইসলামের ছায়াতলে সমগ্র ধর্ম মতের মানুষদের সা¤প্রদায়িক স¤প্রীতির নজরেই দেখে থাকে। এটি ইসলামের বিশেষ দিক নির্দেশনা। তাই দৈনিক শপথ পত্রিকা পরিবারের পক্ষ থেকে খ্রিষ্ট ধর্মাবলম্বী সকল জনগণকে জানাই বড়দিনের শুভেচ্ছা ও অভিনন্দন। স¤প্রীতি, সহমর্মিতা সকলের সহাবস্থানের মাধ্যমে সকল জরাজীর্ণতাকে দূরে ঠেলে আমরা সাম্যের মৈত্রের নব দিগন্ত স্থাপন করার চেষ্টা করে যাব। মানবীয় গুণাবলীর সকল মানুষকে ভালবেসে সকল জাতিকে ভালোবেসে সমগ্র পৃথিবীকে সুন্দর করে সাজাবো। এই হোক এমন দিনের অঙ্গীকার।