প্রতিনিধি:
করোনাভাইরাস প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে বাংলাদেশের সব জায়গায় সব ধরনের জনসমাগম – এমনকি ধর্মীয় জমায়েতও- নিষিদ্ধ করা করা হলেও শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ায় এক ধর্মীয় বক্তার শেষকৃত্যে হাজার হাজার মানুষের জমায়েতের ঘটনা ঘটেছে।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন বিবিসি বাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান শনিবার সকালে স্থানীয় একজন জনপ্রিয় ইসলামিক বক্তা যোবায়ের আহমেদ আনসারীর জানাজার সময় ঐ জনসমাগম হয়।
ছবির কপিরাইটমাসুক হৃদয়
পুলিশ বলছে হঠাৎ এত বড় মাত্রার জনসমাগম নিয়ন্ত্রণে তাদের কিছুই করার ছিল না
শাহাদাত হোসেন বলেন, “তিনি এখানে একটি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও স্থানীয়ভাবে ব্যাপক জনপ্রিয় ছিলেন। গতকাল (শুক্রবার) ঢাকায় মারা যাওয়ার পর রাতে তার মরদেহ মাদ্রাসায় নিয়ে আসা হয়।”
“আমরা রাতেই গিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে আলোচনা করি। তারাও জানায় জানাজায় বড় ধরণের জমায়েত করা হবে না।”